Surprise Me!

Chandranath on Anubrata : "বীরভূমে থাকি বলে বেডরেস্ট লিখতে বাধ্য হয়েছিলাম", বিস্ফোরক অনুব্রতর চিকিৎসক

2022-08-09 8,062 Dailymotion

এবিপি আনন্দে বিস্ফোরক অনুব্রতর চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। ৪ জনের দলে ছিলেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। বোলপুর স্পেশালিটি হাসপাতালে ভর্তি না নেওয়ার কথা বলেও অনুব্রত মণ্ডলকে আপাতত বেড রেস্টের পরামর্শ দেওয়া বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বিস্ফোরক অভিযোগ এবিপি আনন্দে। বলেন, "অনুব্রত মণ্ডল বলেছিলেন বেড রেস্ট লিখে দিতে। সরকারি হাসপাতালের কোনও প্রেসক্রিপশন পাঠানো হয়নি। সাদা কাগজে অ্যাডভাইজ লিখে দিই। সুপারের নির্দেশে অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়েছিলাম। চেয়েছিলাম অনুব্রত মণ্ডল হাসপাতালে আসুন চিকিৎসার জন্য। অনুব্রতর বাড়ি যেতে বাধ্য করেছিলেন হাসপাতালের সুপার। সুপার আমাকে নির্দেশ দেন অনুব্রত মণ্ডলের বাড়িতে যেতে। সাদা কাগজে লিখতে বলেছিলেন হাসপাতাল সুপার। আমার কাছে প্রেসক্রিপশনের কাগজ ছিল না।" তাছাড়া "সিবিআই তদন্ত চলাকালীন অনুব্রতর বাড়ি যাওয়া সঠিক হবে।" প্রশ্ন তোলেন চন্দ্রনাথ অধিকারী। "চাপ সৃষ্টি করা হয়েছিল। সাধারণ মানুষের কাছে হেয় হয়ে গেলাম। হাজিরা দিতে পারবেন অনুব্রত মণ্ডল। বেড রেস্ট কিছুটা নিলে ভাল কিন্তু সাপোর্ট দিয়ে কলকাতায় নিয়ে যাওয়া যায়।"

Buy Now on CodeCanyon