Surprise Me!

তামিলনাড়ু থেকে বরিশালে এসে কিশোরীকে কুপ্রস্তাব দিয়েছিল প্রেমকান্ত । তামিলনাড়ু থেকে বরিশালে !

2022-08-10 1 Dailymotion

#news #banglanews #প্রেমাকান্ত <br /><br />ভারতের তামিলনাড়ু থেকে বরিশালে এসে ‘মারধরের শিকার’ হয়েছেন প্রেমাকান্ত, এমন অভিযোগের কোনো সত্যতা পায়নি পুলিশ। দেখা করতে আসা কিশোরীর সঙ্গে গাড়িতে বসে খারাপ আচরণ করায় দুজনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হলে স্থানীয়রা সেটি সমাধানের চেষ্টা চালায়। উত্তেজিত প্রেমাকান্তকে অটো থেকে নামানোর চেষ্টা করেন স্থানীয়রা। মূলত, দেখা হওয়ার পর পরই কিশোরীকে কুপ্রস্তাব দিয়েছিল প্রেমাকান্ত। সেই সূত্রেই সম্পর্কের অবনতি হয়।<br /><br />আমাদের চ্যানেলে মূলত সমস্ত খবর নিয়ে ।<br /> চ্যানেলে বরিশাল এর খবর বেশি প্রচার করা হয় ।<br />এছাড়া বাংলাদেশ এর সমস্ত খবর পেতেও আমাদের সাতে যুক্ত থাকতে পারেন ।<br /> ধন্যবাদ ।

Buy Now on CodeCanyon