Surprise Me!

Nitish Kumar Oath: পাটলিপুত্রে পালাবদল, অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার

2022-08-10 1 Dailymotion

পাটলিপুত্রে পালাবদল, মহারাষ্ট্রের উলটপুরাণ বিহারে। অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতীশ কুমার। নীতীশের ডেপুটি হিসেবে শপথ নিলেন লালু-পুত্র তেজস্বী: সূত্র। রাজভবনে পৌঁছলেন নীতীশ-তেজস্বী। তাঁদের সঙ্গে রয়েছেন ১৬৪ জন বিধায়ক, দাবি নীতীশের। নীতীশের খেলায় রাতারাতি শাসক থেকে বিরোধী বেঞ্চে বিজেপি। সদ্য প্রাক্তন জোটসঙ্গীকে বিশ্বাসঘাতক তকমা বিজেপির।আজ বিহারে ‘বিশ্বাসঘাতক দিবস’ পালন করছে বিজেপি। 

Buy Now on CodeCanyon