কবিতার নাম: তুমি<br /><br />আমার যৌবনে তুমি স্পর্ধা এনে দিলে<br />তোমার দু’চোখে তবু ভূরুতার হিম।<br />রাত্রিময় আকাশের মিলনান্ত নীলে<br />ছোট এই পৃথিবীকে করোছো অসীম।<br /><br />বেদনা মাধুর্যে গড়া তোমার শরীর<br />অনুভবে মনে হয় এখনও চিনি না<br />তুমিই প্রতীক বুঝি এই পৃথিবীর<br />আবার কখনও ভাবি অপার্থিব কিনা।<br /><br />সারাদিন পৃথিবীকে সূর্যের মতন<br />দুপুর-দগ্ধ পায়ে করি পরিক্রমা,<br />তারপর সায়াহ্নের মতো বিস্মরণ-<br />জীবনকে সি’র জানি তুমি দেবে ক্ষমা।<br /><br />তোমার শরীরে তুমি গেঁথে রাখো গান<br />রাত্রিকে করেছো তাই ঝঙ্কার মুখর<br />তোমার সান্নিধ্যের অপরূপ ঘ্রাণ<br />অজান্তে জীবনে রাখে জয়ের স্বাক্ষর।<br /><br />যা কিছু বলেছি আমি মধুর অস্পূটে<br />অসি’র অবগাহনে তোমারি আলোকে<br />দিয়েছো উত্তর তার নব-পত্রপুটে<br />বুদ্ধের মূর্তির মতো শান্ত দুই চোখে।<br /><br /><br /><br /><br />Tumi Bangla Kobita তুমি বাংলা কবিতা কবি সুনীল গঙ্গোপাধ্যায় @ArtCreator <br />#tumi #তুমি <br />#সুনীল_গঙ্গোপাধ্যায় #Sunil_Gonggopadhyay<br />#কাজী_নজরুল_ইসলাম #kazinazrulislamkobitaabritti #kazi_nazrul_islam <br />#kobita #poem #কবিতা #bangla_poem <br />#জীবনানন্দ_দাস #Jibonannndo_Das #poem #কবিতা #kobita #bangla_poem #bangla_kobita <br />#KobitaBangla #BanglaKobita#BathRhymes #BanglaKidsRhymes #SAtushar ,#বাংলাকবিতা <br />#EnglishPoem #romanticpoems #romanticpoetry #PoetryPoem #kobita #poem #banglakidsrhymes #bathrhymes #kobitabangla #bangla_kobita #bangla_poem #কবিতা #banglakobitaabritti <br />#robindranath #রবীন্দ্রনাথ_ঠাকুর #রুদ্র_গোস্বামী #আব্ব্রিত্তি#কবিতা_আবৃত্তি #কবিতাআবৃত্তি #কবিতা_পাঠ <br />#কবিতা_আবৃত্তি_শেখা #recitation #poemrecitation #poetry #poetrystatus