Surprise Me!

Birbhum: 'অনুব্রতর বাড়ি যাওয়ার নির্দেশ দিইনি, সুপার মিথ্যে কথা বলছে' দাবি সিউড়ির বিধায়কের

2022-08-13 651 Dailymotion

অনুব্রত মণ্ডলের চিকিত্সা-বিতর্কে এবার নাম জড়াল বীরভূম জেলা পরিষদ সভাধিপতির। বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর বিস্ফোরক দাবি, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর নির্দেশেই তিনি অনুব্রত মণ্ডলের বাড়িতে সরকারি চিকিত্সককে পাঠান। যেহেতু মৌখিক নির্দেশে বাড়িতে গিয়ে চিকিত্সা, তাই হাসপাতালের সিল বা প্রেসক্রিপশন ব্যবহার করতে দিইনি। তবে বেড রেস্টের পরামর্শ দেননি বলে দাবি বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর।

Buy Now on CodeCanyon