Surprise Me!

অনুব্রত প্রসঙ্গে মেজাজ হারালেন সৌগত রায়

2022-08-13 0 Dailymotion

বাগুইহাটিতে চিত্তরঞ্জন হিন্দু বিদ্যাপীঠ গার্লস স্কুলের উদ্বোধনে এসে অনুব্রত মন্ডলের আয় বহির্ভূত বিষয় নিয়ে প্রশ্ন করতে মেজাজ হারালেন দমদমে সাংসদ সৌগত রায়। বলেন CBI কোন প্রমাণ দিয়েছেন। CBI যখন কোর্টে পেশ করবে তখন বলা যাবে। অনুব্রত মণ্ডলকে এখন জেলা সভাপতি রেখে দেওয়ার বিষয় বিষয় সৌগত রায় জানান, আপনাদের কথামত তো আমরা কাউকে পোস্টে রাখবো না আমরা বিচার করব সত্যি কেউ যদি অপরাধ করেছে বা মানুষের ক্ষতি করেছে তাহলে ব্যবস্থা নেব সেটা সংবাদ মাধ্যমের দ্বারা চালিত হয়ে আমরা করব না।

Buy Now on CodeCanyon