Surprise Me!

Mahatma Gandhi: কেমন ছিল মহাত্মা গাঁধীর লন্ডনের দিনগুলো? এবিপি আনন্দের বিশেষ প্রতিবেদন

2022-08-15 27 Dailymotion

ইংরেজদের দেশে গিয়ে পাঠ নিয়েছিলেন আইনের। আবার সেই ইংরেজদের বিরুদ্ধেই ঐক্যবদ্ধ করেছিলেন নিজের দেশকে। তিনি মোহনদাস করমচাঁদ গাঁধী। মহাত্মা গাঁধী। ২০ নম্বর ব্যারন’স কোর্ট রোড, লন্ডন। এই ঠিকানাতেই ভাড়া ছিলেন ১৯ বছরের গাঁধী। স্বাধীনতা দিবসে সেই বাড়ি ঘুরে দেখল এবিপি আনন্দ।

Buy Now on CodeCanyon