J&K: জওয়ানদের বাস উলটে নদীতে
2022-08-24 0 Dailymotion
অমরনাথ যাত্রার নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের বাস নদীতে উলটে পড়লে, মঙ্গলবার এক ভয়াবহ দুর্ঘটনার সামনে পড়ে সেনা বাহিনী। চন্দনওয়ারি থেকে পহলগাঁও যাওয়ার পথে ফ্রাইসলানের রাস্তা থেকে উল্টে নদীর মোহনায় পড়ে যায় ৩৯জন জওয়ান-পুলিশ থাকা বাস।