Surprise Me!

BJP Rally: খড়গপুরে দিলীপের নেতৃত্বে মিছিল, গরহাজির হিরণ

2022-08-16 48 Dailymotion

দুর্নীতির বিরুদ্ধে খড়গপুরে এসডিও অফিস থেকে দিলীপের নেতৃত্বে মিছিল। গরহাজির হিরণ। কিছু পরেই খড়গপুরের কৌশল্যা থেকে সেনা জওয়ানের মূর্তি স্থাপনের শুভেন্দুর অনুষ্ঠানে হাজির! আগে থেকে জানানো হয়েছিল, কেন আসেননি জানা নেই, খোঁচা দিলীপের। অরাজনৈতিক কর্মসূচি, অনেক আগেই ঘোষিত, তাই এসেছি, রাজনৈতিক কর্মসূচি কী হয়েছে, জানা নেই, সাফাই খড়গপুরের বিজেপি বিধায়কের।

Buy Now on CodeCanyon