Surprise Me!

Anubrata Mondal: টেট পাস না করেই চাকরি অনুব্রত-কন্যাসহ একাধিক আত্মীয়ের!

2022-08-17 704 Dailymotion

পরেশ-কন্যার পর এবার অনুব্রত-কন্যার বিরুদ্ধে হাইকোর্টে মামলা। টেট পাস না করেই প্রাথমিকে শিক্ষকের চাকরি অনুব্রত-কন্যার? স্কুলে হাজিরার বদলে বাড়িতেই আসত হাজিরার রেজিস্টার? কাল দুপুর ৩টের মধ্যে টেট সার্টিফিকেট নিয়ে হাজিরার নির্দেশ। ‘টেট পাস করেননি অনুব্রত-কন্যা সুকন্যা, বাড়িতেই আসত রেজিস্টার। প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন, কোনওদিন স্কুলে যাননি। হাজিরার রেজিস্টার পাঠানো হত অনুব্রত মণ্ডলের বাড়িতে। বোলপুরের কালিকাপুরে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছেন সুকন্যা। হাইকোর্টে অভিযোগ মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিমের। কালকের মধ্যে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকাকে রেজিস্টার নিয়ে হাজিরার নির্দেশ। ‘শুধু সুকন্যাই নয়, চাকরি পেয়েছেন অনুব্রতর আরও ৫ আত্মীয়। চাকরি পেয়েছেন অনুব্রতর ভাই, ভাইপো, আপ্ত সহায়ক ছাড়াও ২ ঘনিষ্ঠ। টেট পাস না করেই স্কুলের চাকরি পাওয়ার অভিযোগে মামলা। কাল দুপুর ৩টার মধ্যে ৬জনকে টেট সার্টিফিকেট নিয়ে হাজিরার নির্দেশ। হাজিরা না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের। বীরভূমের পুলিশ সুপারকে আদালতের রায় জানানোর নির্দেশ। 

Buy Now on CodeCanyon