Surprise Me!

7tay Bangla : 'ডাকা হলেই অসুস্থ হচ্ছেন', অনুব্রত-প্রসঙ্গে মন্তব্য বিচারকের

2022-08-20 78 Dailymotion

অসুস্থতার যুক্তি খারিজ। ফের সিবিআই হেফাজতে অনুব্রত। ২৪ অগাস্ট পর্যন্ত হেফাজতের নির্দেশ আদালতের। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতার কথা বললেও, শনিবার আদালতে তাঁর বিরুদ্ধে সম্পূর্ণ অসহযোগিতার অভিযোগই তুলল CBI। ফের অনুব্রত মণ্ডলকে এদিন CBI হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আসানসোল আদালত। ডাকা হলেই তিনি অসুস্থ হচ্ছেন বলে মন্তব্যও করেন বিচারক। অনুব্রত মণ্ডলের আইনজীবী এদিনও জামিনের আবেদন করে, SSKM হাসপাতালে চিকিৎসার আর্জি জানান। পাল্টা CBI’এর আইনজীবী অভিযোগ করেন, মিথ্যা প্রেসক্রিপশন লিখে দিতে চিকিৎসককে চাপ দেওয়া হয়েছে। জামিন দিলে প্রমাণ নষ্ট হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করা হয়। এদিন আদালতে বন্ধ খামে রিপোর্ট জমা দেয় CBI। সূত্রের দাবি, সেখানে একাধিক ব্যক্তিকে ভয় দেখিয়ে টাকা নেওয়া ও বেনামি সম্পত্তির তথ্য দেওয়া হয়েছে।

Buy Now on CodeCanyon