Surprise Me!

Mamata Banerjee:'পুজো কমিটিগুলির কাছে পুজোর গানের ক্যাসেট পাঠাচ্ছে রাজ্য সরকার’,জানালেন মুখ্যমন্ত্রী

2022-08-22 50 Dailymotion

'পুজো কমিটিগুলির কাছে পুজোর গানের ক্যাসেট পাঠাচ্ছে রাজ্য সরকার’। ‘তথ্য-সংস্কৃতি দফতর লোগো তৈরি করে ব্যানার বানাক, তা কমিটিগুলোর কাছে পাঠানো হবে’, ‘১ সেপ্টেম্বর ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে মিছিল হবে', ‘জোড়াসাঁকো থেকে রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল’, ‘পুজো কমিটিরা নিজেদের ইচ্ছামতো মিছিল সাজাবেন’. ‘রঙিন পোশাক-ছাতা নিয়ে মিছিল হতে পারে’, ‘অফিস-স্কুল যাতে দুপুর ১টার মধ্যে বন্ধ হয়, সেটা দেখতে হবে’ ‘দুর্গাপুজোর বিসর্জন হবে ৫ থেকে ৮ অক্টোবর’. ‘জেলার পুজো কার্নিভালগুলো হবে ৭ অক্টোবর’, ‘কলকাতার পুজো কার্নিভাল হবে ৮ অক্টোবর’ পুজো উদ্যোক্তাদের সঙ্গে মিটিংয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Buy Now on CodeCanyon