Surprise Me!

Canning Death Update : ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা খুনের ঘটনায় কেরল থেকে গ্রেফতার অভিযুক্ত

2022-08-26 508 Dailymotion

ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা খুনে গ্রেফতার মূল অভিযুক্ত। কেরলের কোঝিকোর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত রফিকুল সর্দার। গ্রেফতার করল বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। ‘খুনের পর কেরলে গিয়ে ভোল বদল রফিকুলের, করতেন রং মিস্ত্রির কাজ’, মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে গ্রেফতার, পুলিশ সূত্রে দাবি। ৩ তৃণমূল নেতাকে খুনের কথা স্বীকার ধৃত রফিকুলের, দাবি পুলিশের। ট্রানজিট রিমান্ডে রফিকুল সর্দারকে নিয়ে আসা হচ্ছে রাজ্যে।

Buy Now on CodeCanyon