Surprise Me!

Ashok Dhanuka: ঝাড়খণ্ডের বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় অসমের ব্যবসায়ীকে তলব

2022-08-27 1 Dailymotion

ঝাড়খণ্ডের বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় অসমের ব্যবসায়ীকে তলব। ব্যবসায়ী অশোক ধানুকাকে ফের তলব করল সিআইডি। আজ বিকেল ৪টে নাগাদ ভবানী ভবনে হাজিরার নির্দেশ। অবৈধ লেনদেনে অসমের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যবসায়ী অশোক ধানুকার নাম, দাবি সিআইডি-র। গুয়াহাটিতে তাঁর বাড়িতে নোটিস দিতে গেলে অসম পুলিশ বাড়ি ঘিরে রাখে বলে অভিযোগ সিআইডি-র। সিআইডি নোটিস পাঠালেও প্রথমবার ব্যবসায়ী হাজিরা দেননি। 

Buy Now on CodeCanyon