Surprise Me!

ভাদ্র মাসের শুক্লচতুর্থী তিথিতে সিদ্ধিদাতার পুজো করলে কী ফল পাবেন?

2022-08-31 2 Dailymotion

ভাদ্র মাসের শুক্লচতুর্থী তিথি সিদ্ধিদাতা গণেশের জন্মতিথি। সেদিন ধূমধামে পুজো করা হয় গণেশের।মুম্বই এ মহাসমারোহে পালিত হয় গণপতি বাপ্পার পুজো। টানা দশদিন ধরে চলে এই উৎসব।তবে মুম্বইয়ের গন্ডি ছেড়ে গজানন পুজিত হন প্রায় সকলের ঘরে ঘরে। গণেশ পুজো করবেন কেন?<br />কথিত, সব শুভকর্মে এমনকি, সব পূজার প্রারম্ভে সিদ্ধিদাতার পূজা বিধি। সিদ্ধিদাতার আশীর্বাদে সব কর্মে সাফল্য আসে।<br />সিদ্ধিগ্রহের অশুভত্ব নাশ বা হ্রাসের জন্য সিদ্ধিদাতাকে লাল জবাফুল এবং দূর্বা সহযোগে পূজা করলে বিশেষ ফল লাভ হয়।গণেশের আরাধনায় বুধ এবং কেতু গ্রহের অশুভত্ব নাশ বা হ্রাস হয়।এই তিথিতে গণেশের উপাসনা এবং সাধ্য মতো দান করলে সিদ্ধিদাতা গণেশের বিশেষ আশীর্বাদ প্রাপ্তি হয়।এই বিশেষ তিথিতে বাড়িতে বা ব্যবসা স্থানে উত্তরপূর্বে (দক্ষিণপশ্চিম দিকে মুখ করে) গণেশের মূর্তি স্থাপন করলে বাস্তু বা ব্যবসার ক্ষেত্রে বিশেষ সুফল প্রাপ্ত হবে।

Buy Now on CodeCanyon