Surprise Me!

বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি ও বাগদায় ‘মহিলা নির্যাতন’-এর ঘটনার বিরোধিতায় মহিলা তৃণমূল কংগ্রেসের ধর্না

2022-09-06 2,022 Dailymotion

বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি ও বাগদায় ‘মহিলা নির্যাতন’-এর ঘটনার প্রতিবাদে ৪৮ ঘণ্টার ধর্না অবস্থান শুরু করল মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার ধর্মতলার গাঁধী মূর্তির পাদদেশে এই ধর্না কর্মসূচি শুরু হয়। চন্দ্রিমা ছাড়াও ধর্নায় অংশ নিয়েছেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী, দক্ষিণ কলকাতা মহিলা তৃণমূলের সভানেত্রী চৈতালি চট্টোপাধ্যায় সহ মহিলা তৃণমূল কংগ্রেসের আরও অনেক নেত্রী।

Buy Now on CodeCanyon