বর্ধমান বীরহাটের তাঁত হাটে নিরাশ ব্যবসায়ীরা
2022-09-09 27 Dailymotion
বছর পাঁচেক আগে বর্ধমান শহরের জিটি রোডের ধারে বীরহাটের কাছে তাঁত হাট চালু হয়। পূর্ব বর্ধমানের কালনা, পূর্বস্থলী, সমুদ্রগড় তো বটেই ভিন্ জেলার তাঁতিরা হাটে বসেন। কিন্তু অতিমারি যেন সব শেষ করে দিয়েছে।