বাগুইআটি জোড়া খুন কাণ্ডে পুলিসের জালে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। তার গ্রেফতারির পর সত্যেন্দ্রর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের। শনিবার মৃত ছাত্রদের পরিবারের সঙ্গে দেখা করেন ন্যায়বিচার শান্তি মঞ্চের প্রতিনিধিরা।