Surprise Me!

পুজোয় ঠাকুর দেখাবে পরিবহণ দফতর, সঙ্গে গুছিয়ে ভূরিভোজ

2022-09-17 1 Dailymotion

ঠাকুর দেখানোর ব্যবস্থা করল পরিবহণ দফতর। কলকাতার নামী বারোয়ারি পুজো থেকে শুরু করে বনেদি বাড়ির পুজো, সঙ্গে গ্রামের পুজোও, সব কিছুই থাকছে এই প্যাকেজের মধ্যে। থাকছে খাওয়াদাওয়ার ব্যবস্থাও। অষ্টমীতে কুমারী পুজো দেখাতে নিয়ে যাওয়া হবে জয়রামবাটি, কামারপুকুরও।<br />টিকিট কাটা যাবে অনলাইনেও। www.wbtc.co.in—এই ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারবেন যে কেউ। দেখে নেওয়া যাক এই পুজো পরিক্রমার রুট।

Buy Now on CodeCanyon