Surprise Me!

বাইক নিয়ে উন্মাদনাই কি ডেকে আনছে অকাল মৃত্যু !

2022-09-17 0 Dailymotion

তরুণ প্রজন্মের অনেকের মধ্যেই বাইক নিয়ে লাদাখ যাওয়ার স্বপ্ন থাকে। আর সেই স্বপ্নই দেখেছিলেন সুখেন্দু মণ্ডলও। কিন্তু ১৯ বছরের ছেলের বাইক নিয়ে লাদাখ যাওয়ার কথা মেনে নিতে পারেননি মা-বাবা। তীব্র আপত্তি জানালেও, ছেলের জেদের কাছে হার মানতেই হয়েছিল তাঁদের। ১৯ বছরের ছেলে বাইক নিয়ে লাদাখ পাড়ি দেয়। তারপর আর ফেরা হয়নি সুখেন্দুর। বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর।

Buy Now on CodeCanyon