Surprise Me!

মাটির প্রতিমায় নয়, পটে আঁকা পটেশ্বরী পুজিতা হন সাড়ে তিনশো বছর ধরে বর্ধমানে

2022-09-18 2 Dailymotion

জৌলুস কমলেও পুজোর আচার বা রীতিনীতির কোনও পরিবর্তন হয়নি। এখনও পুরানো রীতি মেনেই বর্ধমান রাজপরিবারে পটেশ্বরী দুর্গার পুজো হয়। মহালয়ার পরের দিন থেকে বর্ধমানের মহারাজার লক্ষ্মীনারায়ণ জিউয়ের মন্দিরে দুর্গাপুজো শুরু হয়। দুর্গা এখানে শালকাঠের কাঠামোর উপর প্রতিষ্ঠিতা।কাঠের কাঠামোর উপর নানা রং দিয়ে নিপুণ তুলির টানে তৈরি দশভুজার পরিবার। উল্লেখ্য, মা দুর্গার বাহন সিংহের মুখ এখানে ঘোড়ার মতো।

Buy Now on CodeCanyon