Surprise Me!

গান্ধীর আদলে মহিষাসুর, খাস কলকাতায় হিন্দু মহাসভার দুর্গাপুজো ঘিরে বিতর্ক

2022-10-03 2 Dailymotion

বাইপাস সংলগ্ন রুবি পার্কে হিন্দু মহাসভা পরিচালিত একটি মণ্ডপে গান্ধীর আদলে অসুরের মুখ গড়া হয়েছে বলে অভিযোগ ওঠে। রবিবার, দুর্গাপুজোর সপ্তমীতে এবং জাতির জনক মোহনদাস কর্মচন্দ গান্ধীর ১৪৩ বছরের জন্মদিনে এ নিয়ে সমাজমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। রাতেই চুল, গোঁফ লাগিয়ে বদলে ফেলা হয় অসুরের মুখের আদল।

Buy Now on CodeCanyon