উৎসবের শেষ রাত, নবমী নিশিতে মানুষের ঢল
2022-10-04 1 Dailymotion
অদ্যই অন্তিম রজনী। রাতটা পেরিয়ে গেলেই বিসর্জনের বিষাদী সুর বেজে উঠবে। নবমীর নিশিতে তাই উৎসবের শেষ মুহূর্তকে চেটেপুটে নেওয়ার তাড়না। সকাল থেকেই ভিড় ছিল মণ্ডপে মণ্ডপে। ক্রমশ বেড়েছে সেই ভিড়। রাত বাড়তে আরও বেশি মানুষের ঢল শহর জুড়ে।