Surprise Me!

কাঁটাতার মানে না ‘ছোট্ট অমল’, শরণার্থী সিরিয়ান শিশুদের জন্য বিশ্বভ্রমণে ১২ ফুটের পাপেট

2022-10-07 1,250 Dailymotion

১২ ফুট উচ্চতার পাপেট। নাম ‘ছোট্ট অমল’। হারিয়ে যাওয়া কাকার খোঁজে বেরনো ১০ বছর বয়সী কাল্পনিক এক সিরিয়ান শরণার্থীর আদলে তৈরি। ২০২১ সালের জুলাই থেকে এক দেশ থেকে অন্য দেশে ঘুরছে পাপেট ‘অমল’। সিরিয়ান শরণার্থী শিশুদের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি বিশ্বজনীন মানবাধিকারের সমর্থনে জনমত গঠনের উদ্দেশ্যে এই প্রয়াস নিয়েছে ব্রিটিশ প্রযোজনা সংস্থা দ্য ওয়াক প্রোডাকশনস এবং গুড চান্স।

Buy Now on CodeCanyon