Surprise Me!

সৌরভের ইনিংস শেষ, বিসিসিআইয়ের নতুন ‘মহারাজ’ কে চেনেন?

2022-10-11 1 Dailymotion

২০১৯ সালের ২৩ অক্টোবর, বুধবার — আনুষ্ঠানিকভাবে বিসিসিআই প্রেসিডেন্ট হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৩ বছরের ইনিংস শেষে এবার ভারতীয় ক্রিকেটের সর্বনিয়ামক সংস্থার আসন ছেড়ে দিচ্ছেন ‘মহারাজ’। তাঁর আসনে স্থলাভিষেক করছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী তারকা রজার বিনি। সূত্রের খবর, চলতি মাসের ১৮ তারিখ বিসিসিআইয়ের বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের আসনে বসবেন তিনি। সম্ভবত সচিব হিসেবে থেকে যাচ্ছেন জয় শাহ। জল্পনা, আগামী দিনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বোচ্চ পদে দেখা যেতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

Buy Now on CodeCanyon