Surprise Me!

চুরি হয়ে যাওয়া কালীমূর্তি ‘ফিরল’ শ্মশান থেকে

2022-10-12 2 Dailymotion

প্রায় দেড়শ বছর আগে হুগলির জাঙ্গিপাড়া এলাকার একটি পুকুর খনন করতে গিয়ে পাওয়া গিয়েছিল দেড় ফুটের কালী মূর্তি। মন্দির স্থাপন করে নিত্য পুজো শুরু করেন স্থানীয় মুখোপাধ্যায় পরিবারের এক সদস্য। কালী পুজোর দিন খুব ধুমধাম করে পুজো হয়। গত ৬ সেপ্টেম্বর মন্দির থেকে মূর্তিটি চুরি হয়ে যায় বলে অভিযোগ। জাঙ্গিপাড়া থানায় অভিযোগ জানানো হয়। আজ সকালে হঠাৎ খবর আসে বকপোতা সেতুর কাছে শ্মাশানে কালীমূর্তি পড়ে আছে। সেখান থেকে নিয়ে আসা হয় মূর্তিটি। এই ঘটনায় খুশি গ্রামবাসীরা।

Buy Now on CodeCanyon