Surprise Me!

৫ বছরের জেল? শেষ হয়ে যেতে পারে নেমারের কেরিয়ার

2022-10-14 1 Dailymotion

ফুটবল বিশ্বকাপের আগে নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়রকে নিয়ে চিন্তায় ব্রাজিল। তারকা ফরোয়ার্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে ব্রাজিলেরই এক লগ্নিকারী সংস্থা ডিআইএস। স্যান্টোস থেকে বার্সেলোনা যাওয়ার সময় যে চুক্তি করা হয়েছিল, তা স্বচ্ছ নয়! এমনকি ট্রান্সফার ফি নিয়েও নাকি কারচুপি হয়েছে, এমনই বিস্ফোরক অভিযোগ লগ্নিকারী সংস্থার। সোমাবার এই ইস্যুতে স্পেনের আদালতে হাজিরা দেবেন পিএসজি তারকা। দোষ প্রমাণিত হলে অন্তত ২ বছরের জেল এবং ১০০০ কোটি টাকার জরিমানা হতে পারে ফুটবল তারকার।

Buy Now on CodeCanyon