এত দিন যা বলেননি তাই বলে দিলেন জয়া
2022-10-19 12 Dailymotion
শাড়ি পরে জুতো পরতে ভুলে যান তিনি। কবিতায় বিনয় মজুমদার প্রিয়। বলিউডের অভিনেতা বললে পঙ্কজ ত্রিপাঠীকে মনে পড়ে তাঁর। গান বললে গেয়ে ওঠেন রবীন্দ্রসংগীত। জয়া আহসান, এখন আর কাউকে খোঁজেন না। তিনি নিজেই নিজের ক্লিওপেট্রা।