কালীপুজোয় নতুন গান বাঁধছেন ভুবন
2022-10-22 86 Dailymotion
‘কাঁচা বাদাম’ গান দিয়েই তাঁর পরিচিতি। এই গানের জন্য সকলেই ভুবন বাদ্যকরকে একডাকে চেনেন। কালীপুজোয় নতুন গান বাঁধছেন ভুবন। নতুন গানের কথায় তিনি বোঝাতে চান, তিনি হারিয়ে যেতে আসেননি। এসেছেন গান গেয়ে সকলের মন জয় করতে।