Surprise Me!

অনুশীলনের পর খালি পেটেই হোটেলে ফিরল ভারতীয় ক্রিকেট

2022-10-26 1 Dailymotion

অনুশীলনের পর খালি পেটে হোটেলে ফিরল ভারতীয় দল।আইসিসির তরফে যে মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়েছিল, তা পছন্দ হয়নি ভারতীয় দলের। দলের কয়েক জন ক্রিকেটার মাংসের টুকরো মুখে দিয়ে দেখেন, তা প্রচন্ড ঝাল। দলের জন্য যে পরিমাণ খাবার রাখা হয়েছিল, তা অপর্যাপ্ত ছিল বলেও অভিযোগ।খাবার টেবিলে রাখা বোর্ডে লেখা ছিল, ‘নিজের স্যান্ডউইচ নিজে তৈরি করে নিন। এসব দেখেই মেজাজ হারান সকলে। না খেয়েই হোটেলে ফিরে যায় ভারতীয় দল।

Buy Now on CodeCanyon