Surprise Me!

কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে শিলিগুড়িতে শুরু ছট পুজো

2022-10-30 6 Dailymotion

শিলিগুড়িতে মহানন্দা নদীর বিভিন্ন ঘাটে ছট পুজোর চরম ব্যস্ততার ছবি। দুপুর পার করেই শুরু পুজো। সূর্যাস্তের দিকে তাকিয়ে চলে নিষ্ঠা ভরা পুজো৷ অপর দিকে পশ্চিমের আকাশ রং বদলে লাল হলে উত্তরে রং পাল্টাচ্ছে কাঞ্চনজঙ্ঘাও। আবহাওয়া এতই ভাল যে বিকেল পর্যন্ত দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে সব রকম সুরক্ষার বন্দোবস্ত রয়েছে ঘাটে।

Buy Now on CodeCanyon