Surprise Me!

বিভীষিকা কিছুতেই ভুলতে পারছেন না সেতু বিপর্যয় চাক্ষুষ করা সেই প্রত্যক্ষদর্শীরা

2022-10-31 2,264 Dailymotion

তাঁদের চোখেমুখে আতঙ্কের রেশ লেগে রয়েছে। ওই বিভীষিকা কিছুতেই ভুলতে পারছেন না গুজরাতের মোরবীতে সেতু বিপর্যয় চাক্ষুষ করা সেই প্রত্যক্ষদর্শীরা। রবিবার সন্ধ্যায় আচমকা হুড়মুড় করে ভেঙে পড়েছিল শতাব্দীপ্রাচীন ঝুলন্ত সেতু। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৪১ জনের মৃত্যু হয়েছে।<br />

Buy Now on CodeCanyon