Surprise Me!

আলোর শহরে ‘অন্ধকার’ সরাল পুলিশ-প্রশাসন, খুশি পুজো কমিটি

2022-10-31 1 Dailymotion

চন্দননগর বাগবাজার তালপুকুর ধারের জগদ্ধাত্রী পুজো এ বার ৩৯তম বর্ষে। প্রতি বছর তালপুকুরে আলোর জাদু দেখা যায়। পুজোর কয়েক দিন পুকুরপাড়ের গুমটিগুলোকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এ বছর বার বার অনুরোধ করা সত্ত্বেও একটি গুমটি সরাননি এক ব্যক্তি। ওই ঘটনার প্রতিবাদে আলো নিভিয়ে রাখে পুজো কমিটি।<br />পুলিশ-প্রশাসনের তৎপরতায় সমস্যার সমাধান হয়। গুমটিমালিক এবং পুজো কমিটিকে নিয়ে আলোচনার শেষে পুজো মণ্ডপে আলো জ্বালাল প্রশাসন। আলোর সাজে সেজে উঠল বাগবাজার তালপুকুর ধার জগদ্ধাত্রী পুজো মণ্ডপ।

Buy Now on CodeCanyon