দূর থেকে দেখলে মনে হবে মণ্ডপ হয় তো এখনই ভেঙে পড়ে যাবে! একটু কাছে গেলে দেখা যাবে গোটা মণ্ডপটাই দুলছে। এসব দেখেও মণ্ডপে দর্শক ঢুকছেন। প্রতিমা দর্শন করছেন। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় নতুন চমক নিয়ে হাজির হয়েছে বাউড়িপাড়া সর্বজনীন।