কালো জলে কুচলা তলে || Kalo Jole Kuchla Tole|| #folk #song #music #audio #video #bangla <br /><br /><br />Lyrics: Traditional<br /><br />কালো জলে কুচলা তলে ডুবল সনাতন<br />আজ সারা না, কাল সারা না পাই যে দরসন৷<br />লদীধারে চাষে বঁধু মিছাই কর আস<br />ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস৷<br /><br />চিংড়ি মাছের ভিতর করা, তায় ঢালেছি ঘি<br />নিজের হাতে ভাব ছাড়েছি, ভাবলে হবে কি?<br />চালর চুলা লম্বা কোঁচা খুলি খুলি যায়<br />দেখি সামের বিবেচনা কার ঘরে সামায়৷<br /><br />মেদনিপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা<br />যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা৷<br />পেছপারিয়া রাজকুমারি গলায় চন্দ্রহার<br />দিনেদিনে বাড়ছে তোমার চুলেরই বাহার৷<br /><br />কলি কলি ফুল ফুটেছে নীলকালো আর সাদা<br />কোঁড় ফুলেতে কেষ্ট আছেন কোঁড় ফুলেতে রাধা।<br />কালো জলে কুচলা তলে ডুবল সনাতন<br />আজ সারা না, কাল সারা না পাই যে দরসন৷<br />লদীধারে চাষে বঁধু মিছাই কর আস<br />ঝিরিহিরি বাঁকা লদি বইছে বারমাস৷<br /><br /><br /><br /><br /><br /><br />►Tags:<br />#bhakti <br />#shriram <br />#music<br />#lofi <br />#hinduism<br /><br />Enjoy & stay connected with us!<br /> Follow to SJ-AUDIO : https://www.dailymotion.com/dm_SJ-Audio<br /> Like us on Facebook: https://www.facebook.com/profile.php?id=100086889942504<br /><br />LIKE || SHARE || FOLOW<br />
