\'পরাণ\' সিনেমায় অভিনয় করতে গিয়ে সরিফুল রাজের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে বিদ্যা সিনহা সাহা মিমের। এমনই অভিযোগে সরব বাংলাদেশের জনপ্রিয় এবং বিতর্কিত নায়িকা পরীমণি। পরী বলেন, রাজের সঙ্গে মিম পরপর দুটি ছবিতে কাজ করেছেন। শ্যুটিং করতে গিয়েই দুজনের মধ্যে সম্পর্কের সূত্রপাত বলে অভিযোগ পরীমণির।
