Surprise Me!

পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতি অভিযোগ তুলে,ন্যায় বিচারের দাবিতে শিশুকে কোলে নিয়ে। হাতে পেট্রোল ভরা বোতল এস ডি ও দপ্তরে ধর্নায় বসলেন এক মহিলা। চাঞ্চল্য মাল বাজারে।

2022-11-11 4 Dailymotion

পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতি অভিযোগ তুলে,ন্যায় বিচারের দাবিতে শিশুকে কোলে নিয়ে। হাতে পেট্রোল ভরা বোতল এস ডি ও দপ্তরে ধর্নায় বসলেন এক মহিলা। চাঞ্চল্য মাল বাজারে। <br /><br />পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ তুলে সঠিক তদন্তের দাবীতে মাল মহকুমাশাসকের দপ্তরের সামনে ধর্নায় বসলো এক মহিলা। যদিও পরে পুলিশের মধ্যস্থতায় ধর্না প্রত্যাহার করেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে মাল মহকুমা সদর দপ্তরের সামনে। <br />শুক্রবার আচমকা দেখা যায় মাল মহকুমা শাসকের দপ্তরের সামনে বেদশ্রুতি দাস(ঝা) নামের এক মহিলা কোলে শিশু নিয়ে সামনে এক বোতল পেট্রোল রেখে ধর্নায় বসেছে। পাশে রয়েছে হাতে লেখা একটি পোস্টার।<br /> তাতে লেখা রয়েছে "আমার বাবার মৃত্যুর সঠিক তদন্ত চাই। পলিশ অফিসার গনেশ বর্মনের শাস্তি চাই। আমাকে ধর্না থেকে তোলার চেষ্টা হলে গা'য়ে আগুন দিয়ে আত্মহত্যা করবো "।<br /><br /> <br /><br />এবিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ওই মহিলার পিতা স্বপন কুমার দাস আদতে জলপাইগুড়ির শহরের বাসিন্দা। পেশায় শিক্ষক ছিলেন। পরে কোনো কারণে মালবাজার শহরে চলে আসেন।

Buy Now on CodeCanyon