Surprise Me!

আমি চাই সব পুরুষের যেন বাঙালি বৌ হয়: রাজকুমার রাও

2022-11-21 3 Dailymotion

<br />সিনেমা ক্রিকেট আর ফ্যাশন, কলকাতার আসন্ন শীতে মিলেমিশে একাকার। ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, অভিনেতা রাজকুমার রাও এবং তাঁর স্ত্রী পত্রলেখা র‌্যাম্পে হাঁটলেন শান্তনু-নিখিলের পোশাক পরে। এই প্রথম রাজকুমার আর পত্রলেখার একসঙ্গে র‌্যাম্পে হাঁটা। আনন্দবাজার অনলাইনের নাম শুনেই রাজকুমার বললেন, ‘‘আমি কিন্তু বাংলা বুঝি এবং বাংলায় কথা বলতে পারি। হাজার হোক আমি বাংলার জামাই! আমার বৌ পত্রলেখা সব শিখিয়ে দিচ্ছে।’’

Buy Now on CodeCanyon