তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ফের আশঙ্কার মেঘ। এবার গুগলের \'প্যারেন্ট কোম্পানি\' অ্যালফাবেট ১০ হাজার কর্মীকে ছঁটাইয়ের সিদ্ধান্ত নিচ্ছে। \'\'পুওর পারর্ফমিং\'\' অর্থাৎ যাঁদের কাজে কোম্পানি সন্তুষ্ট নয়, এমন ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে বলে গুগলের তরফে জানানো হয়েছে।