কবিতা : সময়<br />কবি : শঙ্খ ঘোষ<br />কাব্যগ্রন্থ : এখন সময় নয়<br /><br />_______________________________________<br /><br />তোমরা এসেছ, তাই তোমাদের বলি<br />এখনো সময় হয় নি।<br />একবার এর মুখে একবার অন্য মুখে তাকাবার<br />এই সব প্রহসন<br />আমার ভালো লাগে না।<br />যেখানে আমার কবর হবে আজ সেখানে জল দিতে ভুলে গিয়েছি<br />যে-সব শামুক তোমরা রেখে গিয়েছিলে<br />তার মধ্যে গাঢ় শঙ্খ কোথাও ছিল না।<br />তোমরা এসেছ, তোমাদের বলি <br />গ্রহে - গ্রহে টানা আছে সময়বিহীন স্তব্ধ জাল<br />আমি চাই আরো কিছু নিজস্বতা অজ্ঞাত সময়।<br /><br />