Surprise Me!

উচ্ছেদের নোটিশ রেলের, ভিটে হারানোর আশঙ্কায় রাত কাটছে কাশীপুর রেল বস্তির বাসিন্দাদের

2022-11-29 3 Dailymotion

কিছু দিন আগে রেলের পক্ষ থেকে উচ্ছেদের নোটিশ দেওয়া হয় ৬ নম্বর ওয়ার্ডের কাশীপুর রেল কলোনির বাসিন্দাদের। সব মিলিয়ে প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ঘর এই কলোনিতে। অনেকেরই দাবি, রেলের এই জমিতে প্রায় ৫০-৬০ বছরের বাস তাঁদের। বাসিন্দাদের বক্তব্য, জমি ছাড়ার কথা বলা হলেও রেলের তরফ থেকে কোন পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। এই নির্দেশের প্রতিবাদে সোমবার সকালে শিয়ালদহে পূর্ব রেলের ডিআরএম অফিসে বিক্ষোভ দেখায় বস্তির বাসিন্দারা। জমা দেওয়া হয় ডেপুটেশনও। রেলের তরফে দাবি করা হচ্ছে যে দেশের শীর্ষ আদালতের রায় মেনেই রেলের জমিতে বেআইনি দখল বরদাস্ত করা হবে না।

Buy Now on CodeCanyon