Surprise Me!

ছবি মুক্তির দিনে শঙ্খবাবু আর সুনীলদার চেয়ার খালিই থাকবে: শ্রীজাত

2022-12-01 6 Dailymotion

মাটির জীবন হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। সহজিয়া সুরে ছন্দ বাঁধলেন শ্রীজাত। সেই কথা আর দৃশ্যের আঙ্গিকে জন্ম হল 'মানবজমিন'-এর। পরমব্রত চট্টোপাধ্যায়, প্রিয়ংকা সরকার, অন্য দিকে পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, দূর্বা বন্দ্যোপাধ্যায়। সেই জমিনের নানা মুখ। ছবির গান বেঁধেছেন জয় সরকার। অরিজিৎ সিংহ, রূপঙ্কর এবং শ্রেয়া ঘোষালের গানে ফসল ভরে উঠবে 'মানবজমিন'-এ। এই আশ্বাস দিলেন প্রযোজক রাণা সরকার। অন্য দিকে পরিচালক বললেন,"ছবি মুক্তির দিনে শঙ্খবাবু আর সুনীলদার চেয়ার খালিই থাকবে।"

Buy Now on CodeCanyon