Surprise Me!

ভাগ্য ফেরাতে লটারি নয়, মুখ্যমন্ত্রীর ‘অনুপ্রেরণা’ই ভরসা!

2022-12-08 9 Dailymotion

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় লটারি বিক্রি ছেড়ে চপের দোকান খুলে বসলেন যুবক। ধূপগুড়ি পৌরসভার মধ্যপাড়ার গণেশ মণ্ডল দীর্ঘদিন লটারির টিকিট বিক্রি করেছেন। তাতে লাভের থেকে লোকসান বেশি হচ্ছিল। তিনি বিকল্প ব্যবসার কথা ভাবছিলেন। <br />মুখ্যমন্ত্রীর বক্তব্যে অনুপ্রাণিত হয়েই লটারি বিক্রি ছেড়ে চপ বিক্রিতে নেমে পড়েন তিনি। বুধবার রাতে দেখা গেল, ধূপগুড়ি ডাকবাংলোর সামনে যে জায়গাতে লটারির টিকিট বিক্রি করতেন, ঠিক সেই জায়গাতেই চপের দোকান খুলে বসেছেন গনেশ। ভিড়ও জমছে গণেশের চপের দোকানে।

Buy Now on CodeCanyon