Surprise Me!

কুয়াশার চাদরে ঢাকল ডুয়ার্স, মরশুমের প্রথম শীতের আমেজে খুশি পর্যটকেরা

2022-12-16 52 Dailymotion

অপেক্ষার অবসান। এ বছর প্রথম বারের জন্য ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ল ডুয়ার্স। তাপমাত্রার পারদ নামল ১৫ ডিগ্রি থেকে ১৬ ডিগ্রি সেন্টিগ্রেডে। এতই ঘন কুয়াশা যে দিনের বেলায়ও আলো জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। অনেককেই সকালে রাস্তার ধারে আগুন পোহাতে দেখা যাচ্ছে। ভিড় চায়ের দোকানগুলোতে। শীতের আমেজ পেয়ে খুশি ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকেরা।

Buy Now on CodeCanyon