Rakhi Sawant এর সঙ্গে বিয়ে? আদিলের দাবি
2023-01-16 6 Dailymotion
আদিল খান দুরানির সঙ্গে রাখি সাওয়ান্তের বিয়ে হয়েছে কি না, তা নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা ছড়াতে শুরু করে। আদিলের সঙ্গে ইসলামিক রীতি অনুযায়ী এবং আইনি বিয়ে হলেও, তা কেন দুবাইবাসী অস্বীকার করছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন রাখি সাওয়ান্তও।