Surprise Me!

বেহালা আর্ট ফেস্ট ২০২৩, এবারে থিম ‘আনবাউন্ড’

2023-02-06 9 Dailymotion

বেহালা আর্ট ফেস্টের চতুর্থ বর্ষ। এবারের থিম ‘আনবাউন্ড’, মুক্ত ভাবনা। শিল্পীর ভাষায়, ‘যে মুক্তির স্বাদ গ্রহণে সক্ষম, সেই মুক্ত।’ এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে চিত্র পরিচালক ঋত্বিক ঘটককে। <br /><br />শিল্পী সনাতন দিন্দার কথায়, ‘‘সংগ্রহশালার সঙ্গে কোনও বিরোধিতা নয়। প্রদর্শনীশালার সঙ্গে কোনও বিরোধিতা নয়। অভিজাত হতে গিয়ে ছবির সঙ্গে মানুষের দূরত্ব বেড়ে গিয়েছে। ছবি মানেই গ্যালারিতে স্থান পাবে। ছবি মানেই ঠান্ডা ঘরে কিছু মুষ্টিমেয় মানুষের বাড়িতে থাকবে, এই ধারণা ভাঙতে চাইছি। প্রতিনিয়ত ধাক্কা দিতে চাইছি। বিকল্প একটা পরিসরের খোঁজেই এই ভাবনা।” আর এই বিকল্পের সন্ধান করতে গিয়েই বারবার চলে আসছেন ঋত্বিক। শিল্পের জন্য শিল্প নয়। সস্তা বিনোদনও নয়, ‘সনাতনী’ ভাবনায় শিল্প হল ‘মানুষের জন্যই’। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘‘আমরা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আর্টিস্ট। সমাজ পরিবর্তন করা কবি, সাহিত্যিক, শিল্পীর কাজ নয়। শিল্পী রাজার কাছে সমস্যা ছুড়ে দেবে। স্রোতের বিপরীতে কথা বলাই শিল্পীর ধর্ম। আমরা জানি কোথায় ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাত করাতে হবে। আবাহন আর বিসর্জনের প্রক্রিয়াতেই শিল্প চলছে এবং চলবে।” <br /><br />বেহালা আর্ট ফেস্টে নিজেদের শিল্পকর্ম তুলে ধরেছেন সৈয়দ শহিদুল ইসলাম, ঈশিতা অধিকারী, দীপ দাসের মতো শিল্পীরা। প্রথমবারের জন্য অংশ গ্রহণ করছেন বাংলাদেশের শিল্পী প্রমিতি হোসেনও।

Buy Now on CodeCanyon