Surprise Me!

গৃহশিক্ষকতার অর্থে প্রশিক্ষণ, সোনা জয়ের স্বপ্নে এশিয়ান গেমসে কৃষ্ণনগরের দিব্যজিৎ দাস

2023-02-10 5 Dailymotion

সৌদি আরবে আসন্ন এশিয়ান গেমসে জায়গা করে নিলেন কৃষ্ণনগরের দিব্যজিৎ দাস। সংসারের একমাত্র রোজগার আসে দিব্যজিতের গৃহশিক্ষকতা থেকে। সেখান থেকে টাকা জমিয়ে, কৃষ্ণনগরের কালিনগর থেকে ৩০০ কিমি পথ পেরিয়ে গার্ডেনরিচে গিয়ে প্রশিক্ষণ সারেন দিব্যজিৎ। অভাবের সংসারে জোটে না যোগাসনের প্রয়োজনীয় পুষ্টিকর খাবার। তা সত্ত্বেও সম্প্রতি গুয়াহাটিতে যোগাসনের জাতীয় স্তরের প্রতিযোগিতার তিন বিভাগে সোনা জিতেছেন দিব্যজিৎ। পরিবারের আবেদন, সরকার দিব্যজিতের পাশে দাঁড়াক। ঘরের ছেলের এশিয়ান গেমসে খেলতে যাওয়াকে ঘিরে সোনার স্বপ্নে মশগুল নদিয়াবাসী।

Buy Now on CodeCanyon