Surprise Me!

তারকা ক্রিকেটার পৃথ্বীর সঙ্গে নিজস্বী তোলা নিয়ে বিতর্ক, গ্রেফতার তরুণী

2023-02-17 2 Dailymotion

নিজস্বী তোলা নিয়ে বিতর্ক, আর সেই বিতর্ক থেকেই বিবাদ গড়াল কোর্টে। ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শয়ের সঙ্গে নিজস্বী তোলা নিয়ে বিতর্কের শুরু। তারপর বচসা, সেখান থেকে হাতাহাতি এবং শেষ পর্যন্ত গাড়ি ভাঙচুর। ঘটনায় অভিযুক্ত স্বপ্না গিল নামের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। অভিযোগ, সানা এবং সানার দলবল শুধু পৃথ্বীর গাড়ি ভাঙচুরই করছে তা নয়, ১০ কিলোমিটার পর্যন্ত ভারতীয় ক্রিকেটারকে ধাওয়াও করেছেন তাঁরা। এমনকি পৃথ্বীর কাছ থেকে ৫০ হাজার টাকা নাকি দাবিও করেছে স্বপ্নার দলবল। এই ঘটনায় অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করা হয়েছে। যদিও স্বপ্না গিলের আইনজীবীর পাল্টা দাবি, পৃথ্বী শ তাঁর মক্কেলকে (স্বপ্না) ব্যাট দিয়ে আঘাত করেছেন।

Buy Now on CodeCanyon