Surprise Me!

মুনাফিক কাকে বলে Hypocrite Definition & Meaning - Sheikh Abdur Rahman Madani

2023-02-22 5 Dailymotion

মুনাফিক কাকে বলে? Hypocrite Definition & Meaning - Sheikh Abdur Rahman Madani<br />What is a hypocrite?<br />মুনাফিকের ৩টি লক্ষণ<br />মুনাফিক (আরবিতে: منافق, বহুবচন মুনাফিকুন) একটি ইসলামি পরিভাষা যার অর্থ একজন প্রতারক বা "ভন্ড ধার্মিক" ব্যক্তি। যে প্রকাশ্যে ইসলাম চর্চা করে; কিন্তু গোপনে অন্তরে কুফরী বা ইসলামের প্রতি অবিশ্বাস লালন করে। আর এ ধরনের প্রতারণাকে বলা হয় নিফাক (আরবি: نفاق‎‎)।<br />আবূ হুরাইরা রাদিয়াল্লাহু 'আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ''মুনাফিকের চিহ্ন হল তিনটি (১) কথা বললে মিথ্যা বলে। (২) ওয়াদা করলে তা খেলাপ করে। এবং (৩) আমানত রাখা হলে তাতে খিয়ানত করে।'' মুসলিমের এক বর্ণনায় আছে, ''যদিও সে রোযা রাখে এবং নামায পড়ে ও ধারণা করে যে, সে মুসলিম।''

Buy Now on CodeCanyon