এবার থেকে পাকিস্তানের মন্ত্রীরা আর বিমানের বিসনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না। বিমানে বিসনেস ক্লাসে যেমন পাক মন্ত্রীরা ভ্রমণ করতে পারবেন না, তেমনি বিদেশে গিয়েও কোনও পাঁচতারা হোটেলে তাঁরা থাকতে পারবেন না। এমনই নির্দেশ জারি করা হয় পাকিস্তানি মন্ত্রিসভার তরফে।